Refund Policy

আমরা আমাদের গ্রাহকদের সর্বোত্তম সাপোর্ট ও সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তবুও কোনো কারণে আপনি সন্তুষ্ট না হলে আমাদের Refund Policy অনুযায়ী রিফান্ডের আবেদন করতে পারবেন।


✅ রিফান্ডের নিয়মাবলী

  • যদি Bengali Host টিম কোনো টেকনিক্যাল বা সাপোর্ট সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়, তবে ক্লায়েন্ট রিফান্ড পেতে পারেন। তবে, অর্ডারের তারিখ থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে রিফান্ড রিকোয়েস্ট করতে হবে। এর পর রিফান্ড গ্রহণযোগ্য হবে না।

  • ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই ডোমেইনের টাকা কোনোভাবেই রিফান্ডযোগ্য নয়। একইভাবে কোনো ডোমেইন ট্রান্সফার শুরু হয়ে গেলে তারও রিফান্ড দেওয়া হবে না।

  • VPS বা Dedicated Server একবার অর্ডার হয়ে গেলে সম্পূর্ণভাবে Non-refundable

  • Reseller Hosting এর জন্য কোনো Money-back Guarantee প্রযোজ্য নয়।

  • আমাদের Terms & Conditions ভঙ্গের কারণে যদি কোনো সার্ভিস Cancel / Suspend / Terminate হয়ে যায়, তবে সেটার জন্য কোনো রিফান্ড প্রদান করা হবে না।

  • ক্লায়েন্টের একাউন্টে জমাকৃত Credit Balance রিফান্ডযোগ্য নয়, তবে ভবিষ্যতে যেকোনো সার্ভিস কেনার জন্য ব্যবহার করা যাবে।

  • Client Area ব্যতীত অন্য কোনো মাধ্যমে (ইমেইল, ফোন, ফেসবুক ইত্যাদি) ক্যানসেল রিকোয়েস্ট করলে তা গ্রহণযোগ্য হবে না।

  • একবার Cancel Request Submit করার পর সংশ্লিষ্ট সার্ভিস পুনরায় সক্রিয় (Re-active) করা যাবে না। প্রয়োজনে নতুন প্যাকেজ ক্রয় করতে হবে।


✳ Cancellation and Refunds Procedure

  • কোনো সার্ভিস ক্যানসেল করতে হলে অবশ্যই Client Area থেকে Cancel Request সাবমিট করতে হবে।

    • এর জন্য পছন্দকৃত প্যাকেজের পাশে থাকা ‘Request Cancellation’ বাটনে ক্লিক করুন এবং ফর্ম পূরণ করে সাবমিট করুন।

    • Immediate Cancellation মানে হলো ১–২৪ ঘণ্টার মধ্যে সার্ভিস সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে।

    • End of Billing Period সিলেক্ট করলে সার্ভিস বিলিং সাইকেল শেষ হওয়া পর্যন্ত একটিভ থাকবে এবং এরপর অটো ক্যানসেল হবে। (এক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না)।

  • Cancel Request সাবমিট করার পর আমাদের Billing Department একটি টিকেট ওপেন করবে। রিফান্ড পেতে সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে, যা পেমেন্ট গেটওয়ের ওপর নির্ভর করে।

  • রিফান্ডের ক্ষেত্রে গেটওয়ে চার্জ/সেন্ডিং চার্জ/ক্যাশ আউট চার্জ কেটে রাখা হবে।

  • যদি Bengali Host একাউন্টে Credit Balance Refund চান, তবে টিকেটে জানাতে হবে। সেক্ষেত্রে সাধারণত ১ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে রিফান্ড দেওয়া হবে।


👉 এই Refund Policy পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার Bengali Host এর রয়েছে। প্রয়োজনে আমরা যেকোনো সময় শর্তাবলী আপডেট করতে পারি।

Scroll to Top